Header Border

ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৭.৯৬°সে

টুঙ্গিপাড়ায় আগুনে একটি ঘর ভষ্মিভূত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুনে একটি বসতবাড়ি ভস্মীভূত হয়ে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে উপজেলার গিমাডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ইসমাইল ফকিরের বসতবাড়ি, আসবাবপত্র ও বাড়ির দলিল পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ইসমাইল ফকির গিমাডাঙ্গা গ্রামের মৃত উজির ফকিরের ছেলে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার খান আহসান উল আলম। তবে ভুক্তভোগীদের দাবি কেউ বাড়িতে না থাকায় কেরোসিন দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

এদিকে আগুন লেগে বসত বাড়ি পুড়ে যাওয়ায় ভুক্তভোগী পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেছে সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও ওলামা পরিষদ।

ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত বাড়িটি পুরে যায়। ঘরের আশেপাশে বিভিন্ন জায়গার বৈদ্যুতিক তার এলোমেলো থাকায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই ঘরে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা যদি তদন্তের আবেদন করে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শ্রদ্ধা।
প্রেসক্লাব টুঙ্গিপাড়ার নতুন কমিটি গঠন
ভুমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা
গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের “প্রাতিষ্ঠানিক গণশুনানি” অনুষ্ঠিত
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
ভুমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা

আরও খবর