প্রতিনিধি, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায উপজেলায় পৌরমার্কেটের পাশে একটি হার্ডওয়ারের দোকানে আগুন লাগে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ টার দিকে উপজেলার পাঁটগাতী বাজারে শফিক শেখের হার্ডওয়ারের দোকানে আগুন লাগে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১ টার দিকে জানতে পারি পাটগাতী বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু আগুনে দোকানের সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ২০-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে হিসাব করে মূল ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কিন্তু আগুনের সূত্রপাত কোথা থেকে এটা জানা যায়নি।
আজ সকালে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাকিব হোসেন তরফদার দোকানটি পরিদর্শনে আসেন এবং তারা দুজনেই দুঃখ প্রকাশ করেন।
পাটগাতী বাজারে কোন পাহারাদার নেই এটা আসোলে খুবই চিন্তার বিষয়। অতিসত্তার বাজারে পাহারাদারের ব্যবস্থা কার উচিৎ।