টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন । অনুষ্ঠিত হলো
জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ।
আজ ১৭ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চত্বরে ম্যারাথনের উদ্বোধন হয়। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ ইস্টবেঙ্গল যশোর সেনানিবাসের সদস্যরা ম্যারাথনটি পরিচালনা করেন।
ম্যারাথনটি টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড থেকে শুরু হয় ৫ কিলোমিটার অতিক্রম করে আবার একই স্থানে এসে শেষ হয়। ম্যারাথনে মহিলা-পুরুষ সমন্বয়ে ৪ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন।
পুরুষ দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার আবু বক্কর শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেন তুহিন শেখ ও তৃতীয় স্থান অধিকার করেন মোঃ শাহিন। মহিলা দলের মধ্যে ১ম স্থান অধিকার করেন টুঙ্গিপাড়ার সেতু বিশ্বাস, ২য় স্থান অধিকার করেন চিতলমারীর আবিদা এবং ৩য় স্থান অধিকার করেন রাজলক্ষ্মী বাইন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন শাহাদাত হোসেন সৌরভ, সহ সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন সালেহ আহমেদ জাকি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, অফিসার ইনচার্জ এ,এফ,এম নাসিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।