কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামের ঝুপড়িঘরে নারী স্বাস্থ্যকর্মী লোপা মল্লিকের হোমকোয়ারেন্টিনে থাকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, লখন্ডা গ্রামে ঢাকা থেকে আসা নারী স্বাস্থ্যকর্মী লোপা মল্লিকের হোমকোয়ারেন্টিনে থাকা নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা একটি তদন্ত কমিটির গঠন করি। ইতোমধ্যে তদন্ত কমিটি আমাদের কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টে দেখা গেছে ওই নারী স্বাস্থ্যকর্মী লোপা মল্লিকের হোমকোয়ারেন্টিনে থাকার সাথে আওয়ামী লীগ দলীয় কোন নেতা-কর্মীর সংশ্লিষ্টতা নাই। ওই স্বাস্থ্যকর্মী তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজ ইচ্ছায় হোমকোয়ারেন্টিনে যায়।
তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল সাংবাদিকদেরকে মিথ্যা তথ্য দিয়ে এ ঘটনাকে স্থানীয় আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে একটি অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে এ ঘটানার তীব্র প্রতিবাদ জানানো হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, আতিকুজ্জামান খান বাদল উপস্থিত ছিলেন।