ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে কারাদণ্ড


ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ মিজানুর রহমান কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থার মাধ্যমে অদ্য ইং-০৫/১০/২০২০ তারিখ ঝিনাইদহ থানাধীন বেতাইচন্ডিপুর ক্যাম্প এলাকা হতে মাদকদ্রব্য (গাঁজা) সেবন করাকালে ১০ (দশ) গ্রাম গাঁজা সহ ১। মোহাম্মাদ মিশন হাসান শাওন (২১), পিতা-মোঃ মাহাতাব উদ্দিন, সাং-বেতাই মাঠপাড়া ২। মোঃ আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ আজগর আলী বিশ্বাস, সাং-দূর্গাপুর বিশ্বাস পাড়া ৩। মোহাম্মদ তারেক হোসেন, পিতা-মোঃ মত্তেজ বিশ্বাস, সাং-রঘুনাথপুর, সর্ব থানা ও জেলা-ঝিনাইদহদেরকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত উক্ত আসামীদের প্রত্যেকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।