ঝালকাঠি জেলার রাজাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে সর্বকালের সেরা বাঙ্গালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তারা।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী খান, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি প্রশিক্ষক মো. আলমগীর শারীফসহ প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *