জেলহত্যা দিবসে শহীদদের প্রতি গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানান লায়ন আলহাজ্ব আবু তৌহিদ
ইতিহাসের সবথেকে জঘন্যতম হত্যার মধ্যে থেকে নির্মম হত্যা জাতীয় চার নেতা হত্যা কান্ড৷নিজস্ব বক্তব্যে বলেন লায়ন আলহাজ্ব আবু তৌহিদ কেন্দ্রীয় সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।তিনি বলেন জাতির সূর্য সন্তানদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।আজ হৃদয় বিদারক জেল হত্যা দিবস। ১৯৭৫ সালে ৩ অক্টোবর আজকের এই দিনে শহীদ হয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মন্ত্রিসভার সদস্য ক্যপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের অভ্যুথ্যানকারী সেনা সদস্যরা নৃশংসভাবে হত্যা করেন। তাঁদের স্মৃতির প্রতি নিবেদন করি গভীর শ্রদ্ধা ও বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি৷ সূর্য সন্তানদের এই হত্যা ছিলো খুবই ন্যাকারজনক একটি ইতিহাস যা মনে পরলে আজ ও বাঙ্গালীর হৃদয়ে রক্তক্ষরন হয়ে৷এমন জঘন্য হত্যা একজন বাঙ্গালী মায়ের সন্তান হয়ে মেনে নেওয়া অসম্ভব৷বাংলাদেশ আজ স্বাধীন একটি দেশ৷এ দেশে আজ আমরা মাথা উচু করে মাতৃভাষায় কথা বলি৷আমাদের প্রজন্ম পেয়েছে মায়ের ভাষায় কথা বলার গৌরব ও সন্মান৷এমন একটি দেশে এই জেলহত্যার বিচার চাই।আজ সে সমস্ত বীরেরা যদি বিচার না পান এই দেশে তাহলে কোথায় গেলে বিচার পাবে এই দুর্ধষ হত্যার৷ তাই যোর কন্ঠে আওয়াজ তুলে এই হত্যার বিচারের দাবী জানান লায়ন আলহাজ্ব আবু তৌহিদ৷তিনি এদেশে জন্মগ্রহন করেছেন বলে গর্ববোধ করেন৷এবং এই এদেশের মানুষের পাশে থেকে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধান মন্রীর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে জীবনযুদ্ধো চালিয়ে যাচ্ছেন দলের পাশে থেকে ও দলে নেত্রী দিয়ে৷ অবশেষে বলেন আমি এদেশের আইনকে সন্মান করি ও শ্রদ্ধা করি৷তাই আইনের প্রতি বিশ্বাস রাখি একদিন না একদিন এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ এবং তিনি এই সভার সমাপ্ত ঘোষনা করেন