টুঙ্গিপাড়া প্রতিনীধি
টপুঙ্গিপাড়া উপজেলার অন্তর্গত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কর্মসুচির বিস্কুট বিতরন করা হয়।
পূর্বেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহসীন রেজা দৈনিক শতর্বষ কে জানিয়েছিলেন, এই বিস্কুট বিদ্যালয়ের দারিদ্র পীড়িত এলাকার স্কুল ফিডিং কর্মসূচির বিস্কুট। করোনা ভাইরাস এর কারনে সমস্ত বিদ্যালয় বন্ধ থাকার জন্য বিস্কুট বিতরন করা সম্ভ হয়নি বিধায় ৫০ কর্ম দিবসের বিস্কুট জমা থাকে।
ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয় বিতরন করেছে। তারই ধারাবাহিকতায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বিস্কুট বিতরন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈনিক শতবর্ষ্ কে জানান যে তারা শিক্ষার্থীদের হাজিরা খাতা দেখে শুনে বুঝে তাদের 50 প্যাকেট করে বিস্কুট বিতরন করেন।
এই জমাকৃত বিস্কুট যেন নষ্ট না হয় তার কারনে জন প্রতি ৫০ প্যাকেট বিস্কুট (৫০ কর্মদিবসের) শিক্ষার্থীদের মাঝে এক সাথে বিতরন করা হয়।
স্কুল ফিডিং বিস্কুট একটি পুষ্টিকর খাবার এটা ভাতের বিকল্প হিসাবেও ব্যবহার কারা যয়। হত দরিদ্র অসহায় পরিবারের কথা ভেবেই একসাথে ৫০ প্যাকেট করে বিতরন করা হয়েছে।