ফারহান লাবিবঃ প্রচন্ড ভালোবাসার পর যখন তুমি প্রেমে বিচ্ছেদ ঘটালে , যখন তুমি বললে তুমি আমাকে ভুলে যাও !! বিশ্বাস করো আমি তখন কিছু ভাবতে পারি নি । সবকিছু গুলিয়ে যাচ্ছিলো । তুমি কি সুন্দর করে সেদিন ভালোবাসার অংক কষে যোগ, বিয়োগ,গুন , ভাগ এর শেষে আমার ভালোবাসার জায়গাটা শুন্য করে দিলে । সেদিন আমি তোমাকে জোর করতে পারি নি । কারণ , হয়তো আমি তোমার মতো অংকে অতো পারদর্শী নই । খুব সহজেই সেদিন তোমাকে ভালোবেসে দেওয়া আংটি টা ফিরিয়ে দিয়ে বললে , আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ । আচমকা তখন নদী ভাঙ্গনের ন্যায় আমার হৃদয়ে ভাঙ্গন শুরু হলো । দুচোখ বেয়ে অশ্রুর বন্যা । বুকে যেন মেনে না নেওয়া এক চাপা চিৎকার । তখন আমার দম বন্ধ হয়ে আসছিল । মূহুর্তেই মনে হচ্ছিলো আকাশে ঘনিয়ে আসা মেঘের মতো আমার জিবনটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে । অথচ আমার মনের এতটুকু আকুতি , তোমার বিবেক কে নাড়া দেয় নি । কি ভীষণ যন্ত্রণা হচ্ছিলো একটি বারের জন্যেও তা অনুভব করতে চাও নি । হয়তো আমি তোমাকে আমার ভালোবাসার মায়ায় বাধঁতে পারি নি ।আমার ভালোবাসা তোমার কাছে ছিলো একটা মায়া হীন প্রেম । তাই আমাকে ছেড়ে যেতে সেদিন তোমার এতটুকু কষ্ট হয় নি । জানো প্রিয় ভীষণ ভাবে চেয়েছিলাম তুমি একটি বার পিছন ফিরে বলো এসব কিছু মিথ্যে । চিৎকার করে সারা পৃথিবীকে জানিয়ে দাও তুমি আমাকে ছেড়ে যেতে পারো না । কিন্তু তবুও সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেলে । তোমার পাষাণ হৃদয়ে আমার জন্য এতটুকু মায়া জন্মায় নি । আকাশচুম্বী কষ্ট নিয়ে আমি দাড়িয়ে ছিলাম । জানো প্রিয় , সেদিন তুমি চলে যাওয়ার পর আমি সে জায়গা থেকে এক বিন্দু সরে দাড়াতে পারছিলাম না । আমার সাড়া শরীর শীতল হয়ে আসছিল । সেদিন বিচ্ছেদের জায়গাটায় পড়ে ছিল কিছু রুক্ষ আবেগ , হারানো ভালোবাসা , পরিত্যক্ত হৃদয় আর কিছু মূল্যহীন অনুভূতি । ভাবছো তারপর সেই ভেঙ্গে চুরে গুরিয়ে যাওয়া মানুষটার কি হলো ? হা..হা..হা… না । তুমি চলে যাওয়ার পর সে আত্মহত্যা করেনি । ভাবছো সে আবার প্রেমে পড়েছে ? না । সে আবার করে কাউকে বিশ্বাস করতে পারে নি । তবে সে আজো বেঁচে আছে । হ্যাঁ , সে আজো বেঁচে আছে সেদিন তার ভালোবাসা কে কবর দিয়ে একটা জিবন্ত লাশ হয়ে ।