জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে উৎসর্গ কোটালীপাড়া শাখার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে “উৎসর্গ কোটালীপাড়ার অঙ্গীকার, পরিবেশ রাখবো পরিষ্কার” এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষে উৎসর্গ কোটালীপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে এক ঝাক তরুন রক্তদাতার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলা শাখা এবং কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে কোটালীপাড়া উপজেলা পরিষদ, কেন্দ্রীয় শহীদ মিনার, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজ এবং শিল্পকলা একাডেমিতে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উৎসর্গ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আলিম, সহ-সভাপতি টি এম শফিক, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রাইয়ান, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।