গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুর ২ টায় জাতির জনকের সমাধি-সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর বঙ্গবন্ধুসহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মুখপাত্র ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা শাহনূর, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এমএ মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর সমাস বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে অবস্থিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।