ছাত্রলীগ কর্মীর গলাকাটা লাশ উদ্ধার
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/08/lash.png)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
টাঙ্গাইলের ভূঞাপুরে গলাকাটা অবস্থায় রোমান নামের এক ছাত্রলীগের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করে। মৃত রোমান (২৩) পৌর এলাকার বামনহাটা মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে এবং ভূঞাপুর শহর ছাত্রলীগের ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি। পুলিশের প্রাথমিক ধারণা আত্মহত্যা।
বুধবার সকালে, থানা পুলিশ উপজেলার বামনহাটা এলাকা থেকে রোমানের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের কোন এক সময়ে গলায় ধারালো একটি ছুরি দিয়ে রোমান আত্মহত্যার চেষ্টা করে। এ সময় শব্দ শুনে তার বাবা-মা দরজা ভেঙে রুমে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে পথে সে মারা যায়।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, সংবাদ পেয়ে তার বাড়ি থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়। স্থানীয়রা বলছে রোমান মানসিকভাবে কিছুটা অসুস্থ্য ছিলো। চিরকুটে লেখাছিল, শয়তান আমাকে বাঁচতে দিলনা।