চুয়াডাঙ্গা রাহেলা গার্লস স্কুলের পাশে জনি ষ্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একলক্ষ টাকা জরিমানা,

চুয়াডাঙ্গা ৪নাং ওয়ার্ড রাহেলা গার্লস স্কুলের পাশে জনি ষ্টোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয় । আজ সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার সময় থেকে ৪৫মিঃ ধরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।বিভিন্ন কোম্পানির নাম ও বেনামি লেবেল এবং মেয়াদ উর্ত্ন মালামাল জব্দ করে। ভুক্তঅধিকারের অফিসার সজল আহম্মোদ। এ সময় মেয়াদ উর্নো বিভিন্ন কোম্পানির মালামাল ও বাচ্চাদের খাবার মালাই আচার বিক্রিয় করে যাচ্ছে। দৌলতদিয়ার স্কুল পাড়ায় হামিদুর রশিদ জনি বয়স ৪০ প্রায় এক বছর ধরে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে জনি তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন চাঁন্নু, ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *