চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় হাজরাহাটি গ্রামের আলাউদ্দিনের হারানো মোবাইলটি উদ্ধার করেন চুয়াডাঙ্গা ডিবি পুলিশ।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এঁর নির্দেশনায় হাজরাহাটি গ্রামের হারানো মোবাইল উদ্ধার করে দিলেন ডিবি পুলিশের এএসআই রজিবুল হক পুলিশ সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা বড়বাজার হাজরাহাটি ষ্টোরের স্বত্বাধিকারী চুয়াডাঙ্গা জেলাধীন হাজরাহাটি গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মোঃ আলাউদ্দিন এর দোকান থেকে HUAWEI Y5 2019 মোবাইল হারানোর বিষয়ে চুয়াডাঙ্গা থানার জিডি করেন। ফোনের প্রকৃত মালিক আলাউদ্দিন পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নিকট মোবাইল হারানো ও উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করলে পুলিশ সুপার সাহেব চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এএসআই মোঃ রজিবুল হক কে মোবাইলটি উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক এএসআই রজিবুল হক প্রযুক্তি (সিডিআর এ্যানালাইসিস) ব্যবহার করে হারানো মোবাইল সেটটি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনগ্রাম থেকে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। ফোনের মালিক আলাউদ্দিন মোবাইল সেটটি পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলো। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঐকান্তিক চেষ্টায় হারানো মোবাইলটি মালিক পুনরায় ফেরত পেয়ে পুলিশ সুপার সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *