চীনের আরো এ্যাপস ও সফটওয়ার নিষিদ্ধ করবে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনে আরো চাইনিজ এ্যাপস ও সফটওয়ার নিষিদ্ধ করতে যাচ্ছেন। মার্কিন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ চাইনিজ এ্যাপসগুলো নিষিদ্ধ করার কথা ট্রাম্প প্রশাসন ভাবছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও। খবর বিবিসি।
মাইক পম্পেও বলেন, চীনের যে সকল এ্যাপ সরাসরি মার্কিন ডাটা চুরি করে চাইনিজ কমিউনিস্ট পার্টির কাছে পাচার করছে টিকটক এমন একটি সফটওয়ার। ট্রাম্প জানিয়েছেন, তিনি টিকটক বন্ধ করে দেবেন। প্রশাসনের অন্যান্যরা এতে একমত পোষণ করেছেন।
এদিকে টিকটকের মালিকপক্ষ বাইটড্যানস জোরালোভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে,. যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে টিকটক বন্ধ করতে চাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ৮০ মিলিয়নের উপরে টিকটক ব্যবহারকারী রয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং চীনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যযুদ্ধ আবার শুরু হয়েছে।
লাদাখে চীনের হাতে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পরে ভারতেও টিকটক নিষিদ্ধ হয়েছে।