চিতলমারীতে ৪৬ মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড

বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য করায় ৪৬ জনকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড দিয়েছেন। ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলী এবং সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডা দেশ দেন।

এ সময় ৪৬টি মামলার মাধ্যমে মোট ১৭ হাজার টাকা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য করায় উপজেলার বিভিন্ন বাজারে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ছয় দিনে ৪৬টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টের অভিযান পরিচালনার সময় ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ, সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *