চিতলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে বিদ্যুৎষ্পৃষ্টে কালিপদ মন্ডল কালা (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কীর্তনখালি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কালিপদ মন্ডল কালা ওই গ্রামের মৃত অশ্বিনী মন্ডলের পুত্র।
মৃতের ভাইপো আশিষ মন্ডল জানান, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কীর্তনখালি এলাকায় ঘেরের পাড়ে বিদ্যুৎ চালিত মটর দিয়ে সবজি ক্ষেতে পানি সেচ দিতে সময় অসাবধান বসত বিদ্যুৎষ্পৃষ্টে তার মৃত্যু হয়।
চিতলমারী পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম কাওছার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।