চিতলমারীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার পঞ্চ-বার্ষিকী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুর ২ টায় জনতা বোডিং সেমিনার হলে শিক্ষকদের সর্ব-সম্মতিক্রমে এ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে খড়িয়া-আরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল কিশোর মজুমদারকে সভাপতি ও দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম ফকিরকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অন্য যারা আছেন তাঁরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি কল্যানী বাড়ৈ, নিতীশ চন্দ্র বিশ্বাস, সিনিয়র য্গ্মু-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বোস, সহ-সাধারণ সম্পাদক ভোলানাথ দাস, অঞ্জনা হাজরা, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাহিদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হিমাংশু হালদার, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মাসুদ আলম, কাব-স্কাউট বিষয়ক সম্পাদক অজিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নারগিস সুলতানা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *