বাগেরহাট প্রাতিনিধি

টিসবিরপণ্য কালো বাজারে বিক্রির দায়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নং-বড়বাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম (টিসিবি ডিলার)কে দলীয় স্ব,স্ব,পদ ও সকল দায়িত্ব থেকে সাময়িক ভাবে অব্যহতি প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হেসেন খান ও সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়’র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
করোনা দর্যোগ ক্রন্তিকালে মো: জাহঙ্গীর আলম এর নামে অনুমোদিত টিসিবির লাইসেন্স এর পণ্য কালো বাজারে বিক্রি এবং তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার /প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুণ্য হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মো: জাহাঙ্গীর আলমকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা তা ০১ সপ্তহের মধ্যে লিখিত ভাবে জবাব দিতে নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য গতকাল ১৬এপ্রিল বাগেরহাটের চিতলমারীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ১শ ১২ লিটার সয়াবিন তেল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ সময় দোকানদারকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা চিতলমারী সদর বাজারে অভিযান কালে আবির ষ্টোরের গোডাউন থেকে ৯২ লিটার টিসিবি’র সয়াবিন তেল উদ্ধার করেন।
এসময় দোকান মালিক মো: ইসমাইল কাজীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনার সময় আবির ষ্টোরের কর্মচারী আব্দুল্লাহ কাজী জানায়, তারা টিসিবি’র এই তেল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝির নিকট থেকে কিনেছেন। ৯২ লিটার ছাড়া আরো ২০ লিটার তেল ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে; মোট তেলের পরিমান ১১২ লিটার।
মিলন মাঝি, টিসিবি ডিলারও উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আওয়মী লীগের সভাপতি জাঙ্গীর উকিলের সহকারী বা সাব ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরও সংবাদ

İstifadəçi rəyləri Pin Up casino seyrək göstərilən xidmətlərin keyfiyyətini təsdiqləyir. azərbaycan pinup Qeydiyyat zamanı valyutanı seçə bilərsiniz, bundan sonra onu dəyişdirmək mümkün xeyr. pin-up Bunun üçün rəsmi internet saytına iç olub qeydiyyatdan keçməlisiniz. pin up Además, es de muy alto impacto y de una sadeed inigualable. ola bilərsiniz