চিতলমারীতে চেয়ারম্যান পদে দলীয় ৭ প্রার্থীর বিপরীতে ১৭ টি ফরম জমা
আগামী ১১ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারী উপজেলায় দলীয় প্রতীক নৌকার মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেল ৫ টা পর্যন্ত এখানের ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকার ৭ প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। এদেরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে উপজেলা ব্যাপী নানা গুঞ্জন চলছে। তবে ভোটাররাও চেয়ারম্যান পদে অংশগ্রহনমূলক নির্বাচন চান।
বৃহস্পতিবার রাতে বড়বাড়িয়া এবং কলাতলা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ মাসুদ সরদার মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অহিদুজ্জামান পান্না শেখ, এফ এম তারিকুল ইসলাম, নুর ইসলাম, এস এম আলী আমর হোসেন ও ২নং কলাতলা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ বাদশা শেখ মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান শিকদার মতিয়ার, আবু জাফর মোঃ আলমগীর হোসেন, শেখ ফরিদ, মোঃ আল আমিন শেখ মনোনয়পত্র জমা দিয়েছেন।
হিজলা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান জানান, ৩নং হিজলা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে কাজী আবু সাহিন মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আজমীর আলী কাজী, শাহাজাহান শিকদার, সাব্বির শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও জগদীশ চন্দ্র বাড়ৈ মনোনয়পত্র জমা দিয়েছেন।
শিবপুর এবং চিতলমারী সদর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ জানান, ৪নং শিবপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অলিউজ্জামান জুয়েল মনোনয়পত্র জমা দিয়েছেন।
৫নং চিতলমারী সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোঃ নিজাম উদ্দিন শেখ মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সাহেব আলী ফরাজী, মোঃ রবিউল ইসলাম ও ইব্রাহীম সরদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়পত্র জমা দিয়েছেন।
চরবানিয়ারী ও সন্তোষপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে অর্চণা দেবী বড়াল (ঝর্ণা) মনোনয়পত্র জমা দিয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুকুল কৃষ্ণ মন্ডল ও অদিতি বড়াল মনোনয়পত্র জমা দিয়েছেন। ৭নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিউটি আক্তার মনোনয়পত্র জমা দিয়েছেন।
হিজলা ইউনিয়নের ভোটার টিটব বিশ্বাস, সদর ইউনিয়নের দেবাশিষ বিশ্বাস, আকবর আলী, কলাতলা ইউনিয়নের শ্যামল রায়, বড়বাড়িয়া ইউনিয়নের সুজিত, জুয়েল ফকির, শিবপুর ইউনিয়নের রোকন শিকদার, চরবানিয়ারীর কৃষ্ণ পোদ্দার ও সন্তোষপুর ইউনিয়নের সাধারন ভোটার কনকসহ অসংখ্য ভোটাররা বলেন, চেয়ারম্যান পদে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় ভোটের জন্য তাদের সাধারণ ভোটারদের দুয়ারে যেতে হচ্ছে না। ফলে জনপ্রতিনিধিদের সাথে দিনদিন ভোটারদের দূরত্ব বাড়ছে। তাই চেয়ারম্যান পদে অংশগ্রহনমূলক নির্বাচন হলে ভাল হত।