চিতলমারীতে ইফতার সামগ্রী নিয়ে ৪’শ পরিবারের পাশে রুহান খান
প্রতিনিধি, চিতলমারীঃ করোনা পরিস্থিতিতে নিন্মআয়ের মানুষেরা পরেছেন বিপাকে। পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে পার করছে দিন। রোজা এসে যাওয়াতে নিন্মআয়ের মানুষেরা করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে।
তাই বাগেরহাটের চিতলমারীতে ইফতার সামগ্রী নিয়ে নিন্মআয়ের ৪’শ পরিবারের পাশে দাঁড়িয়েছে কলাতলা গ্রামের ইমরান খান রুহান।
আজ শনিবার নিজ বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কলাতলা গ্রামের অসহায় পরিবার গুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন তিনি।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাতুজ্জামান, কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদশা মিয়া শেখ, সাধারণ সম্পাদক শেখ মিসকাত, স্থানীয় খান বোরহান উদ্দিন, মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরনকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া ও ১ লিটার তেল।