চিতলমারীতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার জাল স্বাক্ষরের প্রত্যায়নে ৫ লক্ষ টাকা ঋণ গ্রহন
বাগেরহাটের চিতলমারীতে প্রতারনার মাধ্যমে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার যোগসাজশে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার জাল স্বাক্ষরের প্রত্যানপত্রের মাধ্যমেব্র্যাক ব্যাংক হতে পাঁচ লাখ টাকা ঋণ নিয়েছে এক ঘের ব্যবসায়ি। চিতলমারী ব্র্যাক ব্যাংক এর এস. এম.ই ইউনিট অফিস শাখা ব্যবস্থাপক ও ঘের ব্যবসায়ির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো: জিল্লুর রহমান রিগান। এছাড়া ইউএনওর কাছেও লিখি তভাবে অভিযোগ করেছেন ওই কর্মকর্তা।
ব্র্যাক ব্যাংক এস.এম.ই ইউনিট চিতলমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. রুহুল আমিন জানান, গত বছর চিতলমারী সদর ইউনিয়নের আরুলিয়া ঝালডাঙ্গা গ্রামে উজ্জ্বল রায় উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যায়নপত্রের একটি ফটো কপি সহ প্রয়োজনীয় সকল কাগজ দিয়ে তিনি ঋণ নেন। কিন্তু ওই প্রত্যায়নপত্রের স্বাক্ষর জাল কি-না তা পরীক্ষার সুযোগ তার কাছে নেই।
এব্যাপারে উজ্জ্বল রায়ের ( ০১৭১৮-৩৫৫৬৭২) মোবাইল ফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান জানান, ব্র্যাক ব্যাংক কর্মকতার যোগসাজশে আমার স্বাক্ষরিত যে প্রত্যায়নপত্র জমা দিয়ে ঋণ লেনদেন হয়েছে সেই প্রত্যায়নে অংকে টাকার কথা লেখা আছে। এমন প্রত্যায়ন আমি কাউকে দেইনি। তাই বিষয়টির সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করেছি। থানায় জিডি করেছি। জিডি নম্বর ৪৭২, তারিখ ১৪ অক্টোবর।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।