গোপালগঞ্জ পৌর এলাকার অসহায় নার্গিস বেগমের গরুর গোয়ালে আগুন।
গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এর চর সোনাকৈড় গ্রামের অসহায় নার্গিস বেগমের গরুর গোয়াল ঘরে – একই এলাকার বখাটে মন্ঠু শেখ(৪০) ০৩ই এপ্রিল রাত একটার দিকে অগ্নি সংযোগ ঘটায়। এতে করে নার্গিস বেগমের গোয়ালের ৩টি গরু সহ পাশে থাকা ঘর গুলো অগ্নিদগ্ধ হয়।
অসহায় নার্গিস বেগম অগ্নি সংযোগের মুহূর্ত টের পেয়ে। চিৎকার করলে আসেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এবং গোয়ালে থাকা গরু ঝলসানো অবস্থায় উদ্ধার করেন। অসহায় নার্গিস বেগম গরু লালন পালন করে তার সংসারের খরচ বহন করেন।
পাশাপাশি সন্তানের শিক্ষা খরচ চালিয়ে নেন। – ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃআল আমিন ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবং তিনি তার মুঠোফোনে সত্যতা গনমাদ্ধম কর্মীদের নিশ্চিত করেছেন।
অত্র অগ্নি সংযোগের ঘটনা স্থলে গিয়ে অগ্নি সংযোগের সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -জনাব মনিরুল ইসলাম(ওসি) গণমাধ্যম কর্মীদের জানান। আসামী মন্ঠু শেখের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। আসামি মন্ঠু শেখ কে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে। এমন তুচ্ছ /ঘৃণিত ঘটনার প্রতি তিব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী ও মানবাধিকার সংগঠন।