গোপালগঞ্জ জেলা শহরের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে

গোপালগঞ্জ জেলা শহরের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের আঘাতে নারীসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা শহরে বঙ্গবন্ধু কলেজ মসজিদ রোড এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ী পাভেল খান জানান, রাতে তার বাবা ব্যবসায়ী মো.আজগর আলী খান বাসার বাইরে যান। সেই সুযোগে ৬/৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পাভেলের মা ও নানুকে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় পাভেল ঘরে ঢুকলে ডাকাত দল তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে পালানোর চেষ্টা করে।

 

পরে তাদের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসে এবং ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা দৌড়ে পালানোর সময় সায়ন ও ইমন নামে দুই ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী। পরে ওই দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।‌ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ব্যাগে ভরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বলেন, এটি প্রকৃত অর্থেই ডাকাতি, নাকি অন্যকিছু? তা খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতির এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *