গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৩৫০ পিছ শীতবস্ত্র হস্তান্তর করেছে আশা

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণভান্ডারে ৩৫০ পিছ শীতবস্ত্র (কম্বল) পৌঁছে দিয়েছেন দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশা’র সহকারী বিভাগীয় ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. গোলাম কবির, সিনিয়র সহকারী কমিশনার শাহিনুর আক্তার, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার মো. রেজাউল করিম, আশা’র সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. মোজাহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আশিষ কুমার মন্ডল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শীতার্তদের পাশে শীতবস্ত্র বিতরণের মানবিক এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *