মোঃ জান্নাত মোল্যা(সুলতান),গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধোপাপাড়া গ্রামে দীর্ঘ ৩ বছর ধরে চলছিল রাস্তার কাজ। রাস্তাটি শুক্তাগ্রাম চৌধুরী ব্রিজ থেকে আরকান্দী তেরাস্তা পর্যন্ত হবে।আরকান্দির রাস্তাটি সম্পুর্ণ হলেও ধোপাপাড়ার রাস্তা এখনও সম্পুর্ণ হয় নাই।রাস্তার কিছু জায়গায় চিকন,কিছু জায়গায় নিচু,কিছু জায়গা ভেঙ্গে গেছে,আবার কিছু জায়গায় বালু দেওয়াই হয় নি। অথঁচ বর্ষার পানি প্রায় রাস্তার কাছাকাছি চলে এসেছে।ঠিকাদার সেলিম মোল্যা(৪৪) কিছুদিন পূর্বে ২-৪ দিন রাস্তার কাজ দেখতে এসেছিল।তিনি জানান, রাস্তার দুই(২)পাশে মাটি দিয়ে রাস্তা মজবুত করা হবে কিন্তু এখন তার কোনো খবর নেই। এখন রাস্তার অনেকাংশ ভেঙ্গে গেছে।গ্রামের স্বাধারন জনগন জানায়, ,যে গতিতে রাস্তার কাজ চলছে,এভাবে চললে আরও ১ বছর লেগে যাবে। আর তাদের বাড়ির বাইরে যেতে হলে নৌকা ব্যবহার করতে হবে।তারা আরও জানায়,ধোপাপাড়া গ্রামে দুইটা(২টি) ব্রিজ হওয়ার কথা ছিল।একটি(১টি)ব্রিজ সম্পুর্ণ হলেও ব্রিজটি অনেকটা বাকা করে তৈরী করেছে। অন্য ব্রিজেটির কাজ এখনও চলছে। বালুর ঠিকাদার মোহাম্মাদ নবু মোল্যা জানায়, ঠিকাদার(মোঃ সেলিম উকিল মোল্যা) ৬ লক্ষ ৭২ হাযার টাকা বাকি রেখেছন। এজন্য তারা রাস্তায় বালু দেওয়া বন্ধ করে দিয়েছে।যদি তাদের টাকা পরিশোধ করে দেওয়া হয়,তাহলে তারা বাকি কাজ করে দেবে।