কাশিয়ানী,
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়, ২০২০ সালের এস এস সি পরিক্ষার ফলাফল অবনতির কারন ব্যাখ্যা চেয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরবর্তীতে নির্বাচনী পরিক্ষার ফলাফল ও খাতা তলবের নির্দেশ দেন। কাশিয়ানী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-গন দুনীতির মাধ্যমে অকৃতকার্য ছাত্র/ছাত্রীদের বোর্ড পরিক্ষায় বসার সুযোগ করে দেন।
সকল নির্বাচনী পরিক্ষার খাতা বিক্রয় করে দেন। খাতা তলবের কথা শোনা মাত্র জয়নগর এম ইউ সিনিয়র মাদ্রাসা গোপনীয় ভাবে নতুন খাতা তৈরি করে গত ৪/৬/২০২০ ইং অংক পরিক্ষা নিয়েছেন।
(গত কাল ০৫/০৬/২০২০ ইংরেজি পরিক্ষার কথা ছিলো।) এই খবর গোপনসূত্রে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ মাদ্রাসায় উপস্থিত হন। মাদ্রাসার প্রধানে কাছে জানতে চাহিলে, ঘটনা স্বীকার করেন এবং খাতা হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ,জনাব আবুল কালাম আজাদ, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান লুথু । মাদ্রাসা সভাপতি সহ স্হানীয় আওয়ামী লীগে নেতাগন। তথ্যসুত্র জানা যায়, মাদ্রাসা টিতে ইতিপূর্ব অধ্যক্ষ বিরুদ্ধে দুনীতি অভিযোগ রহেছে ।মাদ্রাসা অধ্যক্ষ অসুস্থ সেজেছে। তার হাত বড় লম্বা ।
সূত্রঃ বঙ্গ টিভি