গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির আহবায়ক কমিটি গঠন

গোপালগঞ্জের কেন্দ্রীয় কালিবাড়ির নির্বাচনকে সামনে রেখে সরোজ কান্তি বিশ্বাস খোকনকে আহবায়ক, এ্যাড. কৃষ্ণ বাইনকে সদস্য সচিব, এ্যাড. জয়ন্ত চক্রবর্তী, সুবল চন্দ্র রায়, কিশোর চন্দ্র চন্দ, কৃষ্ণ চন্দ্র পাল ও টিটো বৈদ্যকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গনে এক সাধারণ সভায় এ আহবায়ক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কালিবাড়ির উপদেষ্টা সুনিল কুমার দাস, প্রমথ বিশ্বাস, পরিমল চন্দ্র দাস, শিশির কুমার ও ধ্রুবলাল বাবু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আহবয়ক কমিটি দেওয়া হয়। এসময় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির সাবেক সভাপতি ডা. অরুন কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক বিভুতি রায়, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অসিত মল্লিক, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ বাড়ৈ মনি, প্রফেসর আশিস কুমার বাগচীসহ কেন্দ্রীয় কালিবাড়ির সকল উপদেষ্টা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *