গোপালগঞ্জ প্রতিনিধিঃ গতকাল গোপালগঞ্জে এক মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের কোপে একজন নিহত হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যুর একদিন পর আজ শনিবার প্রতিপক্ষের এলাকায় লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামি স্থানীয় রাজু ফকিরের বাড়ি-ঘরে লুটপাট-ভাঙচুর করেছে বাদী পক্ষরা।
ঘটনার পর থেকে তাদের বাড়ি নারী-পুরুষ শূন্য অবস্থায় রয়েছে। এ সুযোগে বাদী পক্ষের লোকজন তাদের ঘরে ভাঙচুর-লুটপাট করেছে। এছাড়া অন্য আসামিদের বাড়ি-ঘরে লুটপাট করা হয়। নিহত তুহিন মোল্যা (৩৫) চররয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সম্প্রতি সদর উপজেলার চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়।
শুক্রবার জুম্মার নামাজের সময় চর বয়রা গ্রামের মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা গঠিত ওই কমিটি নিয়ে গালিগালাজ করে। এ সময় ওই মসজিদে নামাজ পড়তে আসা আকরাম মোল্যা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ করা হয়। “বিষয়টি শুনতে গেলে আকরাম মোল্যার ছেলে তুহিনের সঙ্গে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজু ফকির তুহিনকে ফুলকুচি (টেটা) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।”
পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকালই রাজু ফকিরের মাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ বলে জানান তিনি। লাশের ময়না তদন্তের পর আজ সকাল আটটায় নিহত তুহিন মোল্লা কে সমাধিস্থ করা হয়। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।