গোপালগঞ্জে হত্যার অভিযোগে পুলিশের এ এস আই সহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশিল ইউনিয়নে, নিখিল তালুকদার নামের এক ব্যক্তি কে পিটিয়ে হত্যার অভিযোগে, থানায় দায়ের করা মামলায় এ এস আই শামীম ও তার সোর্স, রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সূত্রে প্রকাশ গোপালগঞ্জ কোটালীপাড়া জুয়া খেলার অপরাধে পুলিশ লাঠিপেটায় নিখিল তালুকদার (৩৫) ব্যক্তি মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। কোটালীপাড়া উপজেলার রামশিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। রামশিল ইউনিয়নের চেয়ারম্যান বাবু খোকন বালা বলেন ,রামশিল বাজারের সুইস গেটের পাশে নিখিল তালুকদার সহ চারজন বসে তাস খেলছিল।

কোটালীপাড়ার থানার এ এস আই শামীম, সিভিল ড্রেসে তার এক সোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে তাস খেলার দৃশ্য ভিডিও ধারণ করছিল। বিষয়টি টের পেয়ে, নিখিল বাদে অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়। এ সময়ে এ এস আই শামীম তাকে বেধড়ক লাঠিপেটা করে বলে তিনি শুনেছেন। এক পর্যায়ে সে দৌড়ে পালাতে চেষ্টা করলে রাস্তার পাশে গাছের সাথে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে নিখিলের আত্মীয় সজন দ্রুত তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

৭ ই জুন রবিবার রাতে নিহত নিখিলের ভাই মনটু তালুকদার বাদী হয়ে এ এস আই মোহাম্মদ শামিম হাসান ও কোটালীপাড়া কয়রা গ্রামের রেজাউলকে আসামি করে হত্যার মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ই এ এস আই মোহাম্মদ শামীম ও তার সোর্স রেজাউলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটালীপাড়ার থানার ওসি শেখ লুৎফর রহমান, সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *