গোপালগঞ্জে স্কুলছাত্রী অপহরণ

রক্তস্নাত ও অশ্রুসিত বাংলাদেশে অপহরন ও হত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েই চলছে। বিচারের দীর্ঘসূত্রতা, অভিযুক্ত ব্যাক্তিদের সহজেই জামিন প্রাপ্তি ও দৃষ্টান্ত মূলক শাস্তি না হওয়ায় অপহরন ও হত্যা ন্যায় জঘন্য অপরাধ ঘটেই চলছে। ইদানিং নিকট আত্মীয় এবং প্রতিবেশীরা টাকার জন্য শিশু, কিশোর-কিশোরী অপহরন করছে। টাকা পাওয়ার পরও অপহরনকৃত শিশুকে হত্যা করা হচ্ছে।অভিভাবক শিশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ,উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
তেমনই একটি ঘৃণাজনক ঘটনা ঘটলো গোপালগঞ্জে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ।
গত ১৫ সেপ্টেম্বর নিজামকান্দি গ্রামের মুসা মোল্লার ছেলে গিয়াস মোল্লার নিকট ভোরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে একই গ্রামের আক্তার কাজীর ছেলে হাফিজুর কাজী (৩৮) ও তার মা স্বরূপ জানের (৫৫) যোগসাজশে ছেলে হাফিজুর কাজী ইজিবাইকে জোরপূর্বক দিপা মল্লিক কে অপহরণ করে বিশ্বরোড হয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরে দিপাকে খুঁজে না পেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত দিপা মল্লিককে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *