গোপালগঞ্জ পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড এর নদীর পাড় সংলগ্ন ঘোষেরচর মৌজা ৪৮৪৯ দাগের ১ নং খাস খতিয়ানের ১০ শতাংশ সরকারি জমি গত ৬.৭.২০২০ ইং তারিখে, গোপালগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) উপস্থিতিতে উদ্ধার হয়। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারি এই ভূমি উদ্ধার হলেও আবার তা পুনরায় দখল হয়ে যায়। এ ব্যাপারে সরকারি মতামত জানতে চাওয়ার জন্য সহকারি কমিশনার (ভূমি) অফিসে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। এদিকে গোপালগঞ্জের সাধারণ জনগণ সংশয় প্রকাশ করে, অনেকেই বলেন পুনরায় এই জায়গা দখল হয়ে যেতে পারে। তাই উক্ত জায়গায় সীমানাপ্রাচীর করে সাধারণ জনগণের ব্যবহারের জন্য বিনোদনমূলক পার্ক অথবা ওয়াইফাই জোন বানানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।