গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নে জসিম উদ্দিন (২২) নামে এক যুবক আত্নহত্যা করে। এলাকাবাসী জানান ৮ই আগষ্ট শনিবার রাতে উলপুর আদর্শ পাড়া মসজিদের পাসে গাছের সাথে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। পরদিন ৯ই আগস্ট রবিবার ভোর ৬.০০টার সময় স্হানীয় চেয়ারম্যান,মেম্বার ও পুলিশের সহোযোগিতায় লাশ উদ্ধার করা হয়। এবং স্থানীয় চেয়ারম্যানও এলাকাবাসীরা দৈনিক শতবর্ষকে জানান। পারিবারিক কলহের কারণে তার মায়ের সাথে আরি করে আত্নহত্যা করে। এবং ৯ই আগস্ট দুপুর ২টায় আদর্শ গ্রাম করবস্থানে নিহত জসিম কে দাফন করা হয়।