মহান বিজয় দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
১৬ ডিসেম্বর ভোরে গোপালগঞ্জ সওজ -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ ও নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলামের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধু সহ ‘৭১ -এর মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সওজ গোপালগঞ্জের উপ- বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, মতিয়ার রহমান, সহকারী প্রকৌশলী পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মোঃ আবদুল হালিম খান, কামরুজ্জামান সহ অন্যান্য উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।