গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিভিল সার্জন অফিস স¤েøলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।
এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৪ হাজার ২৯৫জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৩ হাজার ৭১জন শিশুকে অর্থাৎ মোট ১লাখ ৭৭হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এর মধ্যে সদর উপজেলায় ৩৯ হাজার ৭৯৯ জন, কাশিয়ানী ৩২ হাজার ৬১০ জন, কোটালীপাড়া ৩৫ হাজার ৬৮৫ জন, মুকসুদপুর ৪৭ হাজার ১০ জন, টুঙ্গিপাড়া ১৪ হাজার ৫৯২ জন ও গোপালগঞ্জ পৌরসভায় ৭ হাজার ৬৭০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়নো হবে। জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র ১ হাজার ১৬৯৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১হাজার ৭০৫টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মশালায় সঞ্চলনা করেন মেডিকেল অফিসার ডা: এম সাকিবুর রহমান