মিরাজুল ইসলাম,গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ গত ৭ই আগস্ট,শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের ভেড়ার বাজারে খসরু মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। খসরু হত্যার প্রতিবাদে নিহত খসরুর পরিবার, ও এলাকাবাসী সহ সাধারণ মানুষ মিলে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সন্ত্রাসী হাসান ফকিরের (হত্যাকারী) ফাঁসীর দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।