গোপালগঞ্জে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভাপতিদের মাঝে অনুদানের চেক বিতরণ
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় গোপালগঞ্জ জেলায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০২০-২০২১ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলায় নিবন্ধিত সংগঠনের কর্ণধারদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান।
২০২০-২০২১ অর্থ বছরে জেলার মোট ১০৫টি সংগঠনকে আকার ভেদে ৫০ হাজার, ৪০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা করে সর্বমোট ৩২ লক্ষ ৩৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, কাশিয়ানী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া, নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভাপতি নাসিমা আক্তার রুবেল, মাহমুদা বেগম নেলি, দিলরুবা শারমীন, খাদিজা পারভীন, নাসাইয়েদা আক্তার পাপিয়া, অনিমা সরকার, নাসিমা খানম পর্শিয়া সুলতানা সহ জেলার অন্যান্য উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীগণ উপস্থিত ছিলেন।
এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমীর সম্মেলন কক্ষে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। জাতীয় মহিলা সংস্থা’র মহাপরিচালক রাম চন্দ্র দাসে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। উক্ত অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে অন্যান্য জেলার ন্যায় গোপালগঞ্জ জেলাও সংযুক্ত ছিলো।