গোপালগঞ্জে নিখোঁজ হওয়া কলেজছাত্রের ৮ দিন পর টুঙ্গিপাড়া থেকে লাশ উদ্ধার
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/09/Screenshot_5.png)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
গোপালগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র হাবিল সিকদার (১৯) এর লাশ ৮ দিন পর আজ টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বুধবার ৯সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে মৃত হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার ঘটনা স্থলে গিলে হাবিল সিকদারের লাশ বলে শনাক্ত করে বাড়ি নিয়ে যায়। উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঝাঁকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এ সময় সে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাবার পর আর সে পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করে। খুলনা থেকে ডুবুরী দল এসেও তার লাশ উদ্ধার করতে পারেনি। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী। চাঞ্চল্যকর এ ঘটনায় আতঙ্কিত সকলেই । নিখোঁজ হাবিল সিকদার সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুছা সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল।