গোপালগঞ্জের বেদগ্রাম নিগি ফিলিং স্টেশনের সামনে বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। রবিবার (13 সেপ্টেম্বর ) সকাল 11:30 মিনিটের দিকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের বেদগ্রাম নিগি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোঃ ইখলাস বিশ্বাস। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ি। প্রত্যক্ষদর্শিরা জানান, গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল মালবাহী দ্রুতগতির একটি ট্রাক সকাল 11:30 মিনিটের দিক বেদগ্রাম নিগি ফিলিং স্টেশন এলাকায় আসলে স্থানীয় একটি মটরচালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটরচালিত ভ্যানের ড্রাইভার মোঃ ইখলাস বিশ্বাসের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এর কর্মকর্তারা হাজির হন। নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।