কাজী মাহমুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি মামলায় জব্দকৃত ১০৩ বস্তা আবৈধ পলিথিন ধ্বংস করা হয়েছে। রবিবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে পৌর ডাম্পিং সেন্টারে এসব পলিথিন ধ্বংসকরা হয়।
২০২০ সালের ২৫ এপ্রিল মুকসুদপুর উপজেলার কৃষ্ণদিয়া বাজার থেকে ১০৩ বস্তা অবৈধ পলিথিন জব্দ করে আদালতে পাঠায়। যার মামলা নং : (২৪)। পরে গত ০৯ জুন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভ‚ইয়া জব্দকৃত পলিথিন ধ্বংস করার নির্দেশ দেন। নমুনা হিসাবে ১ বস্তা পলিথিন আদালতের মালখানায় রাখা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে জব্দকৃত অবৈধ পলিথিন ধ্বংস করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ^াস এর উপস্থিতিতে ১০২ বস্তা জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়। গত
জব্দ করা পলিথিন ধ্বংসের সময় উপস্থিত ছিলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: জোহাব আলী, কোর্ট ইন্সপেক্টর এর প্রতিনিধি মালখানার ইনচার্জ এস আই কাইয়ুম হোসেন ও পেশকার হুর আলম।