গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আয়োজনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসী।
ভান্ডার কর্মকর্তা দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. একেএম রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তানজীম হুদা, ডা. ফাতেমাতুজ জোহরা, ডা. সাইফুন আহমেদ, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম হুমায়ুন কবীর, গোপালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল হক আরিফ।
এসময় গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক ও সেবিকাগণ উপস্থিত ছিলেন।