গোপালগঞ্জ প্রতিনিধিঃ তপন পোদ্দার
করোনা আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮ টায়, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে, আইসোলেশন এ চিকিৎসাধীন অবস্থায় সাবেক বি জি বি সদস্য মো: আকরাম শরিফ(৫৫) মৃত্যু বরণ করেন।
সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো: আবুল কাশেম শরিফের ছেলে। এ সময়ে তার নিকট আত্মীয়-স্বজন দাফন করায় অনীহা প্রকাশ করে। সকাল ১১ টার সময় মারকাজ মসজিদ সংলগ্ন পৌর কবরস্থানে সদর উপজেলার নিবার্হী অফিসার (ইউ এন ও) মো: সাদিকুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জ সদরের টিম ও ইসলামিক আন্দোলনের স্বেচ্ছাসেবক দের সঙ্গে নিয়ে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আলামিন শেখ, ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন সম্পন্ন করেন। এর আগেও করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির কবর খোঁড়া থেকে জানাযা সহ দাফন করে মানবতার নির্ভীক দৃষ্টান্ত স্থাপন করেছেন জনপ্রিয় কাউন্সিলর মো: আলামিন শেখ।