গোপালগঞ্জে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
নতুন করে করোনায় আক্রান্তদের বাড়ি উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়ন, মহেশপুর ও সাজাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন। এ ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের গ্রামসহ আশপাশের গ্রামগুলো লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদরে তিনজন, মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, কাশিয়ানীতে চারজন, কোটালীপাড়া একজন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।