গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম(বার)-এর নেতৃত্বে গোপালগঞ্জ থানার এসআই মিজান, এএসআই সাইদুল, শরীফুল, সবুজ, কং-তানভীর ও সার্কেল অফিসের এসআই এনামুল ও কং-শরীফের অংশগ্রহনে বাগেরহাট, বরিশাল ও ভোলা জেলায় অভিযান পরিচালনা করে একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেলসহ ৩ জন আন্তঃজেলা চোর ১) লিটন শেখ (৩৪), পিতাঃ সামসু শেখ, সাং- খাদ্দার, থানা ও জেলাঃ বাগেরহাট, ২) হারুন মোল্লা (২৫) পিতাঃ ফখরুদ্দিন মোল্লা, সাং-করপাড়া এবং ৩) মিজান মোল্লা(৪৯) পিতাঃ জলিল মোল্লা, সাং-উলপুর উভয় থানা ও জেলাঃ গোপালগঞ্জ। এদেরকে গ্রেফতারপূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করা হয়।
উল্লেখ্য, উক্ত চোরচক্র (পিরোজপুর ও ভোলার কয়েকজন পলাতকসহ যাদের পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হলো ) বিভিন্ন সময় গোপালগঞ্জ হতে ১৭টি মোটর সাইকেল সহ বিভিন্ন জেলা হতে আরো শতাধিক মোটরসাইকেল চুরি করে বাগেরহাট ও ভোলা জেলায় বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত চোরদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
উক্ত চোরচক্রের অন্য সদস্যদের অবিলম্বে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন।