গোপালগঞ্জে আদালতে ধর্ষনের অভিযোগে চাচাতো নানার বিরুদ্ধে জবানবন্ধী দিয়েছে ধর্ষনের শিকার এক কিশোরী (১৪)।
বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুর রহমানের আদালতে এ জবানবন্ধী প্রদান করে।
মামলার বিবরণে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি সদর উপজেলার কলপুর গ্রামের এক কিশোরীকে তার চাচাতো নানা মিন্টু মোল্লা (৬০) ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষন করে।
এ ঘটনায় গত ২২ মে গোপালগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। যার মামলা নং-১৮।
বৃহস্পতি দর্ষনের শিকার ওই কিশোরী আদালতে হাজির হয়ে ম্যাজিস্ট্রেটের সামনে চাচাতো নানা মিন্টু মোল্লার বিরুদ্ধে জবানবন্দী প্রদান করে।
সূত্রঃ বঙ্গটিভি