গোপালগঞ্জে কভিড-১৯ এর হাত থেকে নিরাপদে থাকার জন্য সেনাবাহিনীর উদ্যোগে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক সহ বিভিন্ন স্থানে বসানো হয় জীবানু- নাশক ট্যানেল। যার ভিতর দিয়ে গেলে শরীরে জীবাণু-নাশক স্প্রে করা হয়। কিন্তু ট্যানেলের এই জীবাণু-নাশক স্প্রের কার্যক্রম কিছু দিন চালু থাকলেও এখন অবহেলিত অযত্নে পরে আছে। এই জীবানু নাশক ট্যানেল। ট্যানেলে স্প্রের যন্ত্রের ব্যবস্থা থাকলেও নেই কোনো জীবাণু-নাশক স্প্রে। এভাবেই রাস্তায় অকেজো হয়ে পরে আছে জীবাণু-নাশক ট্যানেল।