আজ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় পানিতে ডুবে রুমানা (2) নামক এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় রেজাউল কাজীর ২ বছর বয়সের শিশু কন্যা রুমানা বাড়ির পাশের খালের পানিতে পড়ে মারা যায়। নিহত রুমানা মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের রেজাউল কাজীর মেয়ে। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস। পরিবারে চলছে শোকের মাতম। দিগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।