অনুরনিশা অস্মি, খুদে এই তারকা অভিনয় দক্ষতায় সবাইকে তাক লাগিয়েছে । আমরা অনেকেই জানিনা খুদে এই প্রতিভাময়ী শিল্পী গোপালগঞ্জের সন্তান । সারা জাগানো আজ ঈদের দিন রাত সাড়ে আট টায় চ্যানেল টুয়েন্টি ফোর এ প্রচারিত হবে অনুরণিশা অস্মি অভিনিত নাটক “মানুষগুলো অন্যরকম”। নাটকটিতে আরও অভিনয় করেছেন, মামুনুর রশীদ, অপর্ণা ঘোষ, সাঈদ বাবু প্রমূখ। এটি মূলত সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প- বলা চলে ঘুরে দাঁড়ানোর গল্প। আনিসুল হকের গল্পে নাটকটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। এ ছাড়াও ঈদ উল আযহা উপলক্ষ্যে বেশ কয়েকটি চ্যানেলে বিভিন্ন নাটকে দেখা যাবে অস্মিকে।
শিশুশিল্পী অনুরণিশা অস্মি মাত্র ছয় বছর বয়সেই অসংখ্য শর্টফিল্ম, বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রের কাজ করে জনপ্রিয় হয়ে উঠেছে। মিল্লাত ঘামাচি পাউডারের ক্ষুদে তারকা অনুরণিশা অস্মি ডানো মিল্কসহ অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছে। চার বছর বয়সে বিটিভি এর শিশুতোষ অনুষ্ঠান ১২৩-সিসিমপুর এর মধ্যে দিয়ে অভিনয়ের শুরু। এর পর একটার পর একটা শর্টফিল্মে অভিনয় করেছে। আদর সোহাগ পরিচালিত শর্টফিল্ম “গল্পটি আমাদের” খুবই জনপ্রিয়তা পেয়েছিল। হানিফ পালোয়ান পরিচালিত, জাহিদ হাসান অভিনিত ঈদের নাটক “আমি একজন ভদ্রলোক” এ অভিনয় এর মাধ্যমে টিভি নাটকে তার অভিষেক ঘটে। এরপর একটার পর একটা নাটকে কাজ করে সে। সম্প্রতি ওয়ালটন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রের শুট শেষ করলো।
তার হাতে বেশ কিছু টিভিসি, ওভিসি, শর্টফিল্ম, একক নাটক ও ধারাবাহিক নাটকের কাজ রয়েছে। সম্প্রতি জনপ্রিয় এই শিশুশিল্পীর সাথে কথা হলে সে জানায় অভিনয় করতে তার খুব ভাল লাগে। তাই যে চরিত্রেই তাকে অভিনয় করতে বলা হোক না কেন, সে আগে চরিত্রটি বোঝার চেষ্টা করে। তারপর সে অনুযায়ী এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি দেয়। অভিনয় করতে তার কখনো বিরক্তি বোধ হয় কিনা জানতে চাইলে ছোট্ট অস্মি বলে, “অভিনয় করতে আমি একদমই বোরিং হই না। কেন হব? অভিনয় করতে আমার খুব ভাল লাগে।” অনুরণিশা অস্মির বাবা মিলন বিশ্বাস পেশায় ইঞ্জিনিয়ার এবং মা দীপান্বিতা রায় পেশায় লেখকও সাংবাদিক হলেও দুজনেই অভিনয়শিল্পের সাথে জড়িত।