কাশিয়ানী প্রতিনিধিঃ ইবাদুল রানা
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে জীবিত মানুষ ফেলে গেলো জঙ্গলে। ঘটনার বিবরণে জানা যায়, রাকিব (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরকে করোনা ভাইরাসের সংক্রমণের সন্দেহে অসুস্থ্য অবস্থায় কে বা কারা রাতের আধারে জঙ্গলে ফেলে রেখে চলে যায়।
রাকিবের পিতার নাম কাওসার শেখ, গ্রামের বাড়ি মল্লিকপুর, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইল। কে বা কাহারা রাতের আধারে কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে একটি বাঁশবাগানে অসুস্থ্য অবস্থায় রাকিব কে ফেলে রেখে যায় তা কেউ জানে না।
স্থানীয় জনগণ সকাল বেলা বাঁশ বাগানে একটি জীবিত মানুষ দেখে স্থানীয় সাংবাদিকে জানালে তা কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ কে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদ বলেন মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনা স্থলে যায়। ঘটনার সত্যতা পেয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াকুব তালুকদারের সহযোগীতায় এ্যাম্বুলেন্সে তাকে কাসিয়ানি চাপ্তা নামক এলাকার বাশবাগান থেকে সকাল ৮:০০ ঘটিকার সময় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ছেলেটির শরীরে করোন আছে কি না, তা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।
ছেলেটি অসুস্থ্য থাকায় কে বা কারা এখানে নিয়ে এসেছে বিস্তারিত জানা যায়নি। অসুস্থ্য রাকিব সুস্থ্য হলে কারা কিভাবে এখানে রেখে গেছে তা বিস্তারিত জানা যাবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত তাঁর সুস্থ্যতা দরকার।