বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইউপি নির্বাচন-২০২১-এ মহিলা সহ সকল শ্রেণি-পেশার ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধে নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দিতে পেরে জেলা প্রশাসন ও জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ ভোটাররা।
সদ্য সম্পন্ন হওয়া ইউপি নির্বাচনে কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন মহেশপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হলেন মো. লুৎফর রহমান মিয়া, মাহমুদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে এনামুল হক মিরাজ, হাতিয়ারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে দেবদুলাল বিশ্বাস, সাজাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. মাহবুবুল আলম, পারুলিয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে শফিকুল ইসলাম শাওন, বেথুড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে ইমরুল হাচান মিয়া, নিজামকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে কাজী নওশের আলী, রাজপাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হলেন মিল্টন মিয়া, ওড়াকান্দি ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন বদরুল আলম (বিটুল), সিংগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে রথীন্দ্র নাথ বিশ্বাস, ফুকরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা প্রতীক নিয়ে শাহ ইশতিয়াক, পুইশুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিকদার, রাতইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৩য় বারের মতো চেয়ারম্যান হলেন আঞ্জুরুল ইসলাম আঞ্জু, কাশিয়ানী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ২য় বারের মতো চেয়ারম্যান হলেন মোহাম্মদ আলী খোকন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় পুইশুর, সাজাইল, সিংগা সহ বেশ কয়েকটি ইউনিয়নে অন্তত ২৫ জনের আহতের খবর পাওয়া গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গত শুক্রবার পর্যন্ত উক্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গিয়েছে।